সুতরাং পণ্য অর্ডার করার পূর্বে যতাযথ তথ্য নিয়ে অর্ডার করার জন্য অনুরোধ করা হচ্ছে ।কুরিয়ার এর ক্ষেত্রে ক্রেতা অবশ্যই পণ্য ভাঙ্গা থাকলে অথবা প্যাকেট ছেঁড়া থাকলে কুরিয়ার থেকে পণ্য রিসিভ করবে না। কুরিয়ারে ক্ষতিগ্রস্ত পণ্য ক্রেতা রিসিভ করলে তা নিজ দায়িত্বে করতে হবে এবং এই ব্যাপারে পরে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না। ডেলিভারি ম্যান ছাড়া রিসিভ করার পর মিসিং থাকলে ড্যামেজ পাওয়া গেলে গ্রাহক কে অবশ্যই পার্সেল খোলার সময় ভিডিও ধারন করতে হবে অন্যথায় কোন অভিযোগ গ্রহন করা হবে না ।
নির্দিস্ট কারনে পণ্য রিটার্ন দেয়ার পর তার মূল্য রিফান্ড করতে ৩ থেকে ১০ কার্যদিবস বা অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে। বিকাশ / অনলাইন / POS পেমেন্ট রিফান্ডের ক্ষেত্রে রিফান্ড চার্জ প্রযোজ্য ।